হঠাৎ রৌদ্রের ঘোরে চরাচর লুপ্ত বিরাগে
একজন বিষয়ী লোক-
আসক্ত প্রবল সংসারী,
অসতর্কে ....
কবি হতে পারে।
আস্পৃহ মানুষ কবি হবে।
যখন আস্পৃহা ঘুচে সন্ন্যাস দুয়ারে দাঁড়িয়ে
কিন্তু সন্ন্যাসীগণ ফিরে এলে
মোক্ষলাভের পর,
কবিতা হবে না কিছুতেই
সকলেই কবি নয়।
হৃদয়নিরত যোগী
কোনওদিন কবিতা পাবে না
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কবিতা ভালো লাগছে । --- ++++
উত্তরমুছুনকিন্তু কবিতাটার ফিলোসফিতে আপত্তি আছে ।