শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১০

কবিতারা



কবিতায়
এমন আকাশ এসে দৃশ্যমান হয়


আমার পায়ের কাছে......
ধুলো ওড়া মাঠে,
শস্যের অবশেষে
মৃত্তিকার ক্লান্ত যাপনে

সবুজ ঘূর্ণির মত দৃশ্যপট
উড়ে আসা ফড়িং এর ডানা
কবিতারা .....

কবিতারা
অধরা মাধুরি স্বপনে





যেমন বাৎসল্য সুখে ডুবে থাকে পাখির পালক

ঋতুরা পাল্টে যায়
লাল নীল সোনালি ডানায়

এখানে তেমন করে চেতনা প্রদোষে চেয়ে দেখি
আসম্বিত বেঁচে আছি ,
আধোঘোর
স্মৃতিজড়তায়

২টি মন্তব্য:

  1. ইঊ আর গ্রেট !! কি সুন্দর একটা ব্লগ বানিয়ে ফেলছেন ! ওয়াও -- অ্যামেজিং ;) ;) কংগ্রাটস !

    খিক খিক
    ------------------------

    ১ এ অধরা মাধুরি স্বপনে -- এই জায়গাটা পুরো কবিতার চেয়ে পেছনে মনে হইলো-মানে আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না । :(

    --

    একটা কমেন্ট টেম্পলেট বানাতে হবে - প্রতি জায়গায় পেস্ট "যতিচিহ্ণ বসাইলে ভালো হয়"

    এখানে লাইক বাটন নাই ;)

    উত্তরমুছুন
  2. আমি ত বানাইনি
    এক ব্লগাজিনের জন্য ঢুকতে না বুঝে অটো হয়ে গেল

    উত্তরমুছুন