শনিবার, ৬ মার্চ, ২০১০

ইতিবৃত্তে

হে পিতা ! স্বপ্নের ঘোরে আপনি তুলে ধরেছেন বুকে,
অনাদি নতুন আমি

কালের সমীপে

উর্ণনাভ পরম্পরা
জাল বুনে
পরমার্থ সুখে...


মহাকাল জানে আমি মুক্তিহীন কায়া
আক্ষেপে-
আপনাকে ছুঁয়ে আমি
পৃথিবীর মাটি তুলে দেখি

লক্ষযোনিতে ভ্রমি
..... ভ্রম এই মানবপ্রক্বতি

সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১০

কবি

হঠাৎ রৌদ্রের ঘোরে চরাচর লুপ্ত বিরাগে
একজন বিষয়ী লোক-
আসক্ত প্রবল সংসারী,
অসতর্কে ....
কবি হতে পারে।

আস্পৃহ মানুষ কবি হবে।
যখন আস্পৃহা ঘুচে সন্ন্যাস দুয়ারে দাঁড়িয়ে

কিন্তু সন্ন্যাসীগণ ফিরে এলে
মোক্ষলাভের পর,
কবিতা হবে না কিছুতেই

সকলেই কবি নয়।


হৃদয়নিরত যোগী
কোনওদিন কবিতা পাবে না

শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১০

কবিতারা



কবিতায়
এমন আকাশ এসে দৃশ্যমান হয়


আমার পায়ের কাছে......
ধুলো ওড়া মাঠে,
শস্যের অবশেষে
মৃত্তিকার ক্লান্ত যাপনে

সবুজ ঘূর্ণির মত দৃশ্যপট
উড়ে আসা ফড়িং এর ডানা
কবিতারা .....

কবিতারা
অধরা মাধুরি স্বপনে





যেমন বাৎসল্য সুখে ডুবে থাকে পাখির পালক

ঋতুরা পাল্টে যায়
লাল নীল সোনালি ডানায়

এখানে তেমন করে চেতনা প্রদোষে চেয়ে দেখি
আসম্বিত বেঁচে আছি ,
আধোঘোর
স্মৃতিজড়তায়