শনিবার, ৬ মার্চ, ২০১০

ইতিবৃত্তে

হে পিতা ! স্বপ্নের ঘোরে আপনি তুলে ধরেছেন বুকে,
অনাদি নতুন আমি

কালের সমীপে

উর্ণনাভ পরম্পরা
জাল বুনে
পরমার্থ সুখে...


মহাকাল জানে আমি মুক্তিহীন কায়া
আক্ষেপে-
আপনাকে ছুঁয়ে আমি
পৃথিবীর মাটি তুলে দেখি

লক্ষযোনিতে ভ্রমি
..... ভ্রম এই মানবপ্রক্বতি